মামুন হোসেন:[২] তেলের দাম বৃদ্ধির কারণে, দাহরান-ভিত্তিক কোম্পানিটি রিপোর্ট করেছে, বছরের তৃতীয় প্রান্তিকে নিট আয় গত বছরের তুলনায় ১৫৮ শতাংশ বেড়ে ১১৪ বিলিয়ন রিয়াল (৩০.৪ বিলিয়ন ডলার) হয়েছে। আরবনিউজ
[৩] এক বছর আগে কোম্পানিটির নিট আয় ছিলো ১১.৮ বিলিয়ন মার্কিন ডলার। ৮০ শতাংশ বিক্রি বেড়ে ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
[৪] আরামকোর প্রেসিডেন্ট এবং সিইও আমিন নাসের এক বিবৃতিতে বলেছেন, এ অর্থনৈতিক সাফল্য, আমাদের আর্থিক শৃঙ্খলা এবং গ্রাহকদের কাছে প্রয়োজনীয় শক্তি এবং রাসায়নিক পণ্য নির্ভরযোগ্যভাবে সরবরাহ করার সক্ষমতাকেই প্রমাণ করে। তিনি আরো বলেন, এ সাফল্য অর্জনের পেছনে বিশেষ ভূমিকা রেখেছে স্বল্পমূল্যে জ্বালানি শক্তি সরবরাহ। সম্পাদনা: সাকিবুল আলম