শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন

মোতাহার খান: [২] আনন্দ টিভি ও দৈনিক যুগান্তরের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলম খাঁনের উপর হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

[৩] রোববার (৩১ অক্টোবর) বেলা এগারোটার দিকে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৪] আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি আদনান মামুনের সভাপতিত্বে ও দৈনিক দিনকাল পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি বশির আহম্মেদ কাজলের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিকরা বলেন, আনন্দ টেলিভিশনের সাংবাদিক খোরশেদ আলম কাপাসিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সংবাদ সংগ্রহের সময় ছবি তুলতে গেলে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন। এইবিষয়টি সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

[৫] সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দুর্নীতির নিউজ করতে গিয়ে সাংবাদিকরা যখন মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। সাংবাদিক নেতারা আরো বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলেন, সরকারের উন্নয়ন ও নানা অসঙ্গতি তুলে ধরেন। এতে জীবনের ঝুঁকি আছে জেনেও তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার থাকেন। কিন্তু বিগত সময়ের সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয়ার কারণে দেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন বাড়ছে। আর প্রতিনিয়তই নানান নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হচ্ছে। এতে দেশের বাকস্বাধীনতা খর্ব করা হচ্ছে।

[৬] এসময় সাংবাদিক নেতারা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এসময় শ্রীপুর উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়