তপু সরকার হারুন, শেরপুরঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলার একাদিক ভোট কেন্দ্র পরিদর্শ্ন, গনভোট সচেতনামূলক আলোচনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক পর্যালোচনা করেন।
২০ জানুয়ারী মঙ্গলবার দিন ব্যাপী – শেরপুর জেলা প্রশাসক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
তরফদার মাহমুদুর রহমান। বিভিন্ন উপজেলায় এবং নিয়ে২০২৬ কে সামনে রেখে নকলা উপজেলায় সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), কমান্ডিং অফিসার, ৫৮ ইস্ট বেঙ্গল; মোঃ ইফতেখারুল হক, উপপরিচালক, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।
এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা,
প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসক উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে জনসাধারণের মাঝে গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি করেন এবং মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নকলা, মোঃ জাহাঙ্গীর আলম; সহকারী কমিশনার (ভূমি), নকলা, মিজ্ সাদিয়া আফরিন এ্যানি; অফিসার ইনচার্জ, নকলা থানা, রিপন চন্দ্র গোপসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।