শিরোনাম
◈ ভারতে খেলতে অনিচ্ছা, বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ জেসুসের জোড়া গোলে ইন্টার মিলান‌কে হারা‌লো আর্সেনাল ◈ কাল থেকে ভোটের যুদ্ধে মাঠ চষে বেড়াবে প্রার্থীরা ◈ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ◈ ১৫ ফেব্রুয়ারি পুরুষ ও ম‌হিলা ক্রিকে‌টে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ভারতের কাশ্মীরে মসজিদগুলোতে ব্যক্তিগত ও গোপন তথ্য চেয়ে ফর্ম বিলি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মোনা‌কোর জা‌লে রিয়াল মা‌দ্রিদের ৬ গোল ◈ রাজনৈতিকদলসহ নানামুখী চাপে ইসি, আচরণ বিধি লঙঘনের অভিযোগ বাড়ছে ◈ দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান ◈ জেরুজালেমে জাতিসংঘের সদর দপ্তর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ইসরায়েল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেই লক্ষ্যেই আজ বুধবার দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তিনি। বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

এর আগে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়