শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান

মনিরুল ইসলাম : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই এলাকার যে সমস্যাগুলো আছে, আইনশৃঙ্খলার কথা বলেন, রাস্তা-ঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন-যে সমস্যাগুলো আছে আমরা সকলের মিলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এই সমস্যার সমাধান করতে পারবো।

মঙ্গলবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান,  বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডাঃ ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কড়াইবাসীকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আপনাদের যদি কেউ কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার ও নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছ থেকে কেউ যদি জোর করে কারেন্ট, পানি, গ্যাসের বিল নিয়ে থাকে- সেটা কেউ আর পারবে না।

এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় আপনাদের এই এলাকার সন্তানকে সহযোগিতা করতে হবে। আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ এই এলাকায় সমস্যাগুলো ধীরে ধীরে শেষ করতে পারবো। আবারও আমি আমার এলাকাবাসীর কাছে, আমি আমার মা-বোন ও ভাইদের কাছে-সহযোগিতা কামনা করছি।   

তিনি বলেন, আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি- এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা-অসুবিধার কথা আমি আপনাদেরকেই বলবো। আপনারা যেমন আমাকে বলবেন। 

বিএনপির চেয়ারম্যান বলেন, আপনারা জানেন যে, আমি একটি দলের দায়িত্বে আছি। আগামী দু’দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না।  দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে, সেজন্য আমি আমার মানুষগুলো কাছে, আমি যে এলাকায় সন্তান, সেই এলাকায় মানুষ ও মা-বোন এবং ভাইসহ সকলের কাছে আমি করজোড়ে বিনীত অনুরোধ করব, আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকায় মানুষ আমি-এখানে আজ যারা আসতে পারিনি- আমার হয়ে এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়