ইমরুল শাহেদ: ‘চোখ’ ছবি মুক্তি পাওয়ার পর থেকে বুবলী আর কোনো আলোচনায় নেই। কোথায় আছেন তিনি এবং কি করছেন এই নিয়ে কৌতুহলীরা বেশ সক্রিয়। কেউ কেউ বলছেন, চোখ ছবির ব্যর্থতার কারণে তিনি আলোচনার বাইরে চলে গেছেন। প্রমাণিত হয়েছে শাকিব খান ছাড়া বুবলী চলবে না ইত্যাদি। ‘চোখ’ ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নিরব। কিন্তু চরিত্রানুগ অভিনয়ের মাধ্যমে ছবিটিতে উদ্ভাসিত হয়েছেন বুবলী। তার অভিনয় দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি।
সুতরাং বুবলী কার সঙ্গে অভিনয় করলেন সেটা বিষয় নয়। তিনি বর্তমানে মিরপুরের জামদানী পল্লীতে অনুদানের ‘জামদানী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তার অভিনীত প্রথম ছবি ‘বসগিরি’ হিন্দিতে ডাব হয়েছে। সেটি ইতোমধ্যেই বঙ্গ ইন্ডিয়া অ্যাপসে মুক্তি পেয়েছে। ‘চোখ’ ছবিটিও এর আগে শাপলা মিডিয়ার অ্যাপস ‘সিনেবাজ’-এ মুক্তি পেয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে, মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবির পরবর্তী লটের শুটিং শুরু হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সুতরাং তার ব্যস্ততা রয়েছেই। প্রশ্ন হচ্ছে, বুবলীর নাম এলেই সঙ্গে চলে আসে শাকিব খানের নাম। এর কারণ হলো তিনি শাকিব খানের বিপরীতে বারটি ছবিতে অভিনয় করেছেন। সেই সুবাদে পর্দায় এই জুটির রসায়নটাও ভালো। কিন্তু কোনো প্রতিষ্ঠিত শিল্পীর ছায়ায় থেকে আরেকজন খ্যাতিমান শিল্পী তৈরি হতে বেগ পেতে হয়। এক্ষেত্রে খ্যাতিমানের খ্যাতিকেও ছাড়িয়ে যেতে হয়।
দেশ-বিদেশের চলচ্চিত্র হালচাল লক্ষ্য করলেই এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। বুবলী সেটা উপলব্ধি করলেও তার কিছু করার নেই। দর্শক চাহিদা বলে একটা কথা আছে। সেটাকে অমান্য করলেই ‘স্টার ফলস আপওয়ার্ড’ সমীকরণে পতনকে মেনে নিতে হয়। শাকিব-বুবলীর এখনো একটি ছবি নির্মাণাধীন রয়েছে। ছবিটি হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’। তারপরও বুবলী চেষ্টা করছেন নিজের একটা একক ইমেইজ তৈরি করতে, যা করতে পেরেছিলেন মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমারা। তারা বিভিন্ন নায়কের সঙ্গে কাজ করেছেন। গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। বুবলীও সেটারই চেষ্টা করছেন।