স্পোর্টস ডেস্ক: [২] আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন।
[৩] ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য আবেদন করলেন রাহুল দ্রাবিড়। মঙ্গলবার বিকেলে রাহুল ওই পদের জন্য তার আবেদনপত্র জমা দিয়েছেন। ফলে তাঁকে নিয়ে যে জল্পনা চলছিল, তা সত্যি হল। বিশ্বকাপ শেষ হলে কোহলীদের নতুন হেডমাস্টার হওয়াটাও হয়তো এখন নিছক সময়ের অপেক্ষা।
[৪] বিরাট কোহলীদের কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। কখনও শোনা গিয়েছে অনিল কুম্বলের নাম, কখনও উঠে এসেছে ভিভিএস লক্ষ্মণের নাম। আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল, রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তাঁর বেতনও ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কয়েক দিন আগেই জানিয়েছিলেন, দ্রাবিড়ের সঙ্গে কথা হলেও তিনি এখনও কিছু জানাননি। সংবাদ সংস্থা পিটিআই। সম্পাদনা : রাহুল রাজ।