শিরোনাম
◈ ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি ১০ নভেম্বর পর্যন্ত ◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ায় ঘোড়ায় চড়ে এলো বর, আর পালকিতে নিয়ে গেলো কনে

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ায় এক বর ঘোড়ায় চড়ে এলেন কনের বাড়িতে। বিয়ে শেষে পালকিতে করে কনে নিয়ে ফিরে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নবদম্পতি ফখরুল ইসলাম ও খাদিজাতুল কোবরা ইভা।

[৩] বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার ইচ্ছা ছিল বর ফখরুল ইসলামের। আর ইচ্ছা ছিল বউ নিয়ে ফিরবেন পালকিতে। সেই ইচ্ছা পূরণ হয়েছে।

[৪] শনিবার (২৩ অক্টোবর) রাতে শহরে হঠাৎ ঘোড়ায সওয়ার করে নতুন বর সামনে এবং পেছনে পালকিতে চড়ে নববধূ যাচ্ছে, এ দৃশ্য দেখে মুগ্ধ হলেন শহরবাসী। লাল শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে কনের বাড়ি গিয়েছিলেন। নববধূকে নিয়ে ফিরেছেন পালকিতে করে। চিরায়ত গ্রামবাংলার হারানো ঐতিহ্য ঘোড়া ও পালকির ব্যবহার হয়েছে এই বিয়েতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

[৫] জানা যায়, কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার শাহি মঞ্জিলের বাসিন্দা হাজী শাহ মো. খাইরুল শামীম ও আফিয়া ইসলাম দম্পতির ছেলে শাহ মো. ফখরুল ইসলাম শুভর সঙ্গে একই উপজেলার শরিফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের মো. আব্দুল কাইয়ূম ও সৈয়দুন নেছা দম্পতির মেয়ে খাদিজাতুল কোবরা ইভার বিয়ের আয়োজন করেন ২০ অক্টোবর। ওই দিন ঈদে মিলাদুন্নবী (সা.) থাকায় বর-কনে শনিবার রাতে বিয়ের পিঁড়িতে বসেন।

[৬] বর ফখরুল ইসলাম শুভ বলেন, বিয়ের দিনটিকে স্মরণ রাখতেই ঘোড়া-পালকিতে বিয়ে। শখের পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতেই ব্যতিক্রমী এ আয়োজন। যদিও চিরায়ত গ্রামবাংলার ঐতিহ্য এখন বিলুপ্তির পথে।

[৭] হারানো ঐতিহ্যে ও জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে পেরে তিনি উচ্ছবসিত বলেও জানিয়েছেন। দাম্পত্য জীবনে যেন সুখী হন, সে জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়