অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষার্থীকে কোভিড ১৯এর টিকার আওতায় আনার জন্য ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী টিকা ক্যাম্প উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মেডিকেল সেন্টারে স্থাপিত টিকা কেন্দ্র উদ্ধোধন করা হয়। আগামী ২৫-২৯ অক্টোবর পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হবে মেডিকেল সেন্টারে।
[৩] পাশাপাশি যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এন আইডি) নেই তাদের সুবিধার্থে ক্যাম্পাসেই রেজিস্ট্রেশন বুথ বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এসব উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
[৪] জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্প থেকে টিকা নিতে হলে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে হবে শিক্ষার্থীদের। এক্ষেত্রে স্টুডেন্ট প্যানেলে (http://student.erp.jnu.ac.bd/jnuis/student/login/view.html) লগইন করে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে টিকা নেওয়ার জন্য তথ্য প্রদান অপশনে গিয়ে (কোন ডোজ টিকা নিবে ও কত তারিখে টিকা নিতে ইচ্ছুক) তথ্য দিতে হবে।
[৫] বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, আগামী ২৫-২৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম ডোজ (সিনোফার্ম) টিকা দেওয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র ও টিকা কার্ড (যারা রেজিষ্ট্রেশন করেছে কিন্তু মেসেজ আসেনি কিংবা কোন কেন্দ্র থেকে টিকা নেয়নি) নিয়ে আসতে হবে। তবে জাতীয় পরিচয় পত্র (এন আইডি) দিয়ে মেডিকেল সেন্টারেই অনস্পট রেজিষ্ট্রেশন করা যাবে টিকার জন্য।
[৬] এদিকে জাতীয় পরিচয়পত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন/ভোটার নিবন্ধন করার জন্য ওয়েবসাইট (www.nidw.gov.bd) থেকে নিবন্ধন ফরম-২ যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত কপি ডাউনলোড করে কাগজপত্রাদি ( জন্মসনদ, শিক্ষা সনদ (এস.এস.সি/সমমান), পিতা/মাতার এনআইডি কপি,বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের কপি) সত্যায়িত করে আগামী ২৫-২৭ অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় অডিটোরিয়ামে (রেজিস্ট্রেশন কেন্দ্র) আসতে হবে।
[৭] তিনি বলেন, তবে ইতোপূর্বে যে সকল শিক্ষার্থী নিবন্ধন ফরম-২ পূরণ করেছেন কিন্তু বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তারাও জাতীয় পরিচয় নিবন্ধন/ভোটার নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকেও উল্লেখিত কাগজপত্রাদি
সঙ্গে আনতে হবে।
[৮] এদিকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অস্থায়ী টিকা ক্যাম্প উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এদিন প্রায় দেড়শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।
[৯] বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা নেওয়া ও জাতীয় পরিচয়পত্র রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এসব উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব দাবি করে শিক্ষার্থীরা জানান এতে করে তাদের ভোগান্তি ও অপেক্ষা দুটোই কমবে।