শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে,দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন, যা নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ২২ হাজার ১৩১জন। গত ২৪ ঘন্টায় রাজধানীতে ২৪ ঘন্টায় নতুন ভর্তি ১১৬ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগী ৭ জন।
[৩] সরকারী হিসাবে ২২ দিনে ৩ হাজার ৯৩৩ জন আর সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি ৭৮০ জন। সম্পাদনা: খালিদ আহমেদ