শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর ◈ ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে ◈ যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার শুরু ◈ নির্বাচ‌নের পর নতুন সরকা‌রে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে?

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধান খেতে পোকার আক্রমণ, দিশেহারা চাষীরা

আনোয়ার হোসেন: [২] কীটনাশক স্প্রে করেও দমন না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন খেতে মাজরা, কারেন্ট, পাতামোড়ানো পোকার আক্রমণে অনেক খেতের চার ভাগের এক ভাগ নষ্ট হয়ে গেছে। স্থানীয় কৃষকেরা বলছেন সপ্তাহে দুদিন কীটনাশক স্প্রে করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পোকার আক্রমণে খেত পাতা শূন্য হয়ে মরে যাচ্ছে।

[৩] স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খেতে পোকার আক্রমণের সঙ্গে সঙ্গে কীটনাশক প্রয়োগ করলে এ ধরনের পোকা দমন হবে।

[৪] উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে উফশী ও হাইব্রিড জাতের ২৩ হাজার ১৮৮ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান আবাদ হলে ৬৮ হাজার ২৮৬ মেট্রিক টন চাল উৎপাদন হবে। তবে পোকার আক্রমণের কারণে ফসল নষ্ট হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা করছে কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।

[৫] গত কয়েক দিনে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া, ধনিবস্তী, গোয়ালকারী, মিস্ত্রিপাড়া এবং দুওসুও ইউনিয়নের লালাপুর, মহিষমারী, ছাগলডাঙ্গীসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে উচ্চফলনশীল হাইব্রিড জাতের আমন খেতে এসব পোকার আক্রমণ বেশি। অধিকাংশ ধানগাছের পাতা মরে হলুদ হয়ে গেছে। কোনো কোনো জমির ধানগাছ প্রায় পাতাশূন্য হয়ে মরে যাচ্ছে।

[৬] বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, গেল সপ্তাহে দুবার স্প্রে করার পরও দুবিঘা জমির আমন ধানের খেত কারেন্ট পোকার আক্রমণে ১০ শতকের ফসল নষ্ট হয়েছে। পোকার আক্রমণ হলে খেত রক্ষা করা সম্ভব হয় না।

[৭] দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ধানচাষী আফজাল হোসেন জানান, আমন ধানের চারা রোপণের ১৫ দিন পরেই মাজরা পোকার উপদ্রব দেখা দিয়েছে। ধানের শিষ বের হওয়ার সময় ধানগাছে ঘাসফড়িং, পাতামোড়ানো ও কারেন্ট পোকার আক্রমণ দেখা যাচ্ছে। বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেছেন। কিন্তু প্রতিকার হয়নি। একই অবস্থা অন্যান্য কৃষকদেরও।

[৮] বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, চলতি বছরে বৃষ্টি কম হওয়ায় আগাম জাতের আমন খেতে পোকার আক্রমণ বেশি দেখা দিয়েছে। কারেন্ট পোকার আক্রমণের ২৪ ঘণ্টার মধ্যে কীটনাশক প্রয়োগ করলে এ পোকা দমন করা সম্ভব। দেরি করলেই ফসল নষ্ট হচ্ছে। পোকা দমনে কৃষকদের নানা ভাবে পরামর্শ দিচ্ছেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়