শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১০:৫০ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১০:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদ্যপানের অভিযোগে মাদরাসা শিক্ষার্থীদের কঠোর শাস্তি, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: মদ্যপানের অভিযোগে বেশ কয়েকজন মাদরাসা শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ওই মাদরাসার প্রধানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মাদরাসায়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক এক কিশোরীকে লাঠি দিয়ে আঘাত করছেন। এ সময় ওই কিশোরীর হিজাব খুলে যায়। অন্য একটি ভিডিওতে দেখা গেছে, এক কিশোরকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। এ সময় সে চিৎকার করে এবং ব্যাথায় কাঁদতে থাকে। শিক্ষকদের নির্দেশে মাদরাসার অন্য ছাত্ররা তাদের এ শাস্তি দিয়েছে।

মাদরাসার কিছু শিক্ষার্থীর মদ্যপান করার অভিযোগ ওঠায় এ শাস্তি দেওয়া হয়। যদিও শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জন্মদিনের একটি পার্টিতে তারা দই খেয়েছিল।

শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীদের বাবা-মায়ের অনুমতি নিয়ে ও ইসলামিক আইন মেনে তাদের শাস্তি দেওয়া হয়েছে। এক কিশোরীর বাবা জানিয়েছেন, তিনি শাস্তির অনুমতি দিয়েছেন। ঘটনাটি জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে বলেছিলেন তিনি। কিন্তু ভিডিওতে তিনি শাস্তির এমন দৃশ্য দেখে কষ্ট পেয়েছেন।

ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অধিকাংশ নাইজেরিয়ান এমন ঘটনার নিন্দা জানিয়েছেন।

নাইজেরিয়ার স্থানীয় সরকার মাদরাসা পরিদর্শন করেছে এবং এই ঘটনার সমালোচনা করেছে। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়