ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে দেশীয় একটি এলজি, একটি রামদা, ৯৪ পিস ইয়াবাসহ রোহিঙ্গা খালেক গ্রুপের এক সদস্যসহ তিনজনকে আটক করেছে (এপিবিএন) পুলিশ।
[৩] রোববার ভোররাতে হ্নীলা ইউপি নয়াপাড়া ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাদের আটক করা হয়।
[৪] আটককৃতরা হলেন, নয়াপাড়া ক্যাম্পের নুরানি পাড়ার ব্লকআই ১০, এফসিএন ২৯৯৫৫২ বাসিন্দা মৃত নুরুল হকের মেয়ে আসমিতা (১৫)ও আয়শা বিবি(১২), একই ক্যাম্পের ব্লক আই/৯ বাসিন্দা আনিছ সাবা ছেলে আনোয়ার সাদেক(১৬)।
[৫] রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল ক্যাম্পে ব্লক আই/১০,নুরানি পাড়ায় আয়শা বিবি ও আসমিতার ঘরে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি একটি এলজি, একটি রামদা ও ৯৪পিস ইয়াবাসহ খালেক গ্রুপের এক রোহিঙ্গা সন্ত্রাসীসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
[৬] তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।