গোলাম সারোয়ার: [২] চুরির ২৩ বস্তা (প্রতিটি ৫০ কেজি) চালসহ চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
[৩] শনিবার(০৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চালবহনে নিয়োজিত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
[৪] আটককৃতরা হলেন দীন ইসলাম, মনির হোসেন, সুমন মিয়া, মিরাজ মিয়া ও রাজু মিয়া। এরা সবাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজকান্দি ও মেরাতলী গ্রামের বাসিন্ধা।
[৫] জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া মোঃ জীবন মিয়ার দোকান থেকে চুরি করে এসব নরসিংদী নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে চালের মালিক।
[৬] আটককৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানের চালকসহ ৫ জন গত বৃহস্পতিবার জেলার আখাউড়া একটি মাজার জিয়ারতে গিয়েছিল তারা। শনিবার ভোরে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া মোঃ জীবন মিয়ার দোকান থেকে এসব চাল চুরি করে নরসিংদী নিয়ে যাচ্ছিল। শনিবার ভোরে তারা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্তর পার হওয়ার সময় আশুগঞ্জ পুলিশ তাদের পিকআপ ভ্যানটি গতিরোধ করে জিজ্ঞাসাবাদে চাল বিষয়ে সদুত্তর দিতে না পারায় থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়, এসব চাল চুরি করে নরসিংদী নিয়ে যাচ্ছিল। পরে আশুগঞ্জ থানা পুলিশ চোরদের নিয়ে চালের মালিককে খোঁজে বের করে ও আটককৃতদের সদর থানা পুলিশে হস্তান্তর করে। পুলিশের প্রাথমিক ধারনা, এরা সংঘবদ্ধ চোর চক্র। নানা বাহানায় তারা ট্রাক-পিকআপ নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরাঘুরির ফাঁকে সুযোগ বুঝে চুরি করে।
[৭] চালের মালিক হাজী ফরিদ মিয়া জানান, তিনি এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হবে।
[৮] আশুগঞ্জ থানার ওসি মোঃ আজাদ রহমান বলেন, চাল আটকের পর আটককৃত জিজ্ঞাসাবাদে মালিককে খুঁজে বের করে পুলিশ। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের সদর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।