ফাহাদ ইফতেখার: [২] ফ্রান্সে নির্বাসনে যাওয়ার আগে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আবুল হাসান বানী সাদার শনিবার ৮৮ বছর বয়সে মারা গেছেন। রয়র্টাস
[৩] পরিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন অসুস্থতায় ভোগার পর প্যারিসের পিটি-স্যালপেট্রিয়ার হাসপাতালে মারা যান।
[৪] বানি সাদার ১৯৮০ সালের জানুয়ারিতে ইসলামী মৌলবাদীদের সহায়তায় ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে মৌলবাদী আমলাদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের পর তিনি পরের বছর ফ্রান্সে পালিয়ে যান এবং বাকি জীবন সেখানে অতিবাহিত করেন
[৫] ২০১৯ সালে রয়র্টাসকে দেয়া একটি সাক্ষাতকারে তিনি অতীতের স্মৃতিচারণ করেন। শাহএর শাসনের পর ইরানে ধর্মীয় নেতারা গণতন্ত্র ও মানবাধিকারের পথকে আরো প্রশস্ত করবেন বলে ধারণা করেছিলেন তিনি। সম্পাদনা: সাকিবুল আলম