মহিউদ্দিন আহমেদ, ফেসবুক থেকে, ব্যাটা কেন নোবেল পাইল, এ কেন পাইল না? এ তর্ক বোধকরি বাঙালি ছাড়া কেউ করে না। বাঙালি যার নাম শোনে নাই, সে কেন নোবেল পাবে - এইটা হইল কথা।
এই দেশ হইল চির শান্তির দেশ। সব অশান্তি বিদেশে। তাই বাঙালি শান্তি নিয়া মাথা ঘামায় বেশি। আর সাহিত্য? বাঙালির তো দুনিয়ার সব ক্লাসিকস পড়া শেষ। সে তো রায় একটা দিবেই।
ফিজিক্স, কেমিস্ট্রি আর মেডিসিন নিয়া এইখানে বেশি কথাবার্তা হয় না। কারণ ওই বিষয়গুলি আর তাদের লোকেদের কথা জানতে হয়। কার এত ঠ্যাকা?
বাঙালি কিন্তু মোটেও হিংসুটে কিংবা পরশ্রীকাতর না। বাঙালি দুনিয়ার অন্য সব মানুষের চেয়ে বেশি বোঝে বলেই তার মতামত দেওয়ার একটা অধিকার আছে।