শিরোনাম
◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডুবে যাচ্ছিলেন স্ত্রী, উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে স্বামীর মৃত্যু

নিউজ ডেস্ক: ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়েছিলেন স্ত্রী। তারপর স্ত্রীকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে স্বামী। কিন্তু স্ত্রী বাঁচলেও পানিতে ডুবে মৃত্যু হয়েছে স্বামীর। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা ট্রিবিউন

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তির নাম আসিফ ইকবাল টিটু (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আঃ করিমের বাড়িতে স্ত্রী শাম্মী আক্তার টুনিকে (৩১) নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীতে শুক্রবার সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় আসিফ ইকবাল টিটু নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ দেখতে পান তার স্ত্রী শাম্মী আক্তার টুনি পানিতে ডুবে গেছেন। পরে তিনি স্ত্রীকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন।

পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়