শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০১:০৮ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন হারিয়ে গেলে ফিরে পাবেন যে অ্যাপের মাধ্যমে

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন হারিয়ে গেলে সমস্যার আর শেষ থাকে না। বর্তমানে এটি একটি কম্পিউটারের বিকল্প হিসেবে কাজ করে। ফলে অনেক তথ্যই এখন মোবাইল ফোনে সংরক্ষণ থাকে। এর ফলে তা হারিয়ে গেলে চিন্তার শেষ থাকে না। সূত্র: জিইও নিউজ

তবে এবার মোবাইল ফোন হারিয়ে গেলেও চিন্তার দিন শেষ। সহজেই একটি অ্যাপের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে আপনার হারানো স্মার্টফোনটি।

সম্প্রতি পাকিস্তানের লাহোরের সিটি পুলিশ একটি অ্যাপ উদ্ভাবন করেছে। যার নাম দেওয়া হয়েছে ই-গ্যাজেট মনিটরিং সিস্টেম। এটি পাঞ্জাব ইনফরমেশন টেকনোলজি বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

অ্যাপটি আইফোন এবং অ্যান্ড্রয়েড উভয় ফোনে ডাউনলোড করা যাবে।

অ্যাপটি যেভাবে কাজ করবে- অ্যাপটি ফোনে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর মোবাইল ফোন বিক্রেতারা ই-গ্যাজেট অ্যাপটিতে আইএমই নম্বর সংরক্ষণ করে রাখবেন। এতে ফোনটি কখনও হারিয়ে গেলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে তা খুঁজে বের করতে পারবে।

মোবাইল বিক্রেতা কর্তৃক আইএমই নম্বর সংযুক্ত করার পর তা পুলিশের ডাটাবেজে সংরক্ষণ থাকবে। ফলে ফোন চুরি কিংবা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। ফলে সহজেই বুঝতে পারবে ফোনটি কোথায় আছে।

এমনকি এই অ্যাপের মাধ্যমে কোনো চোরাই মোবাইল বিক্রি হচ্ছে কিনা তাও যাচাই করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়