শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক :[২]আগামী সপ্তাহে কয়েক দিনের মধ্যে পাকিস্তান ‘ভালো খবর’ পেতে যাচ্ছে বলে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা আভাস দিলেন। বৃহস্পতিবার সিনেট বডিকে তিনি জানান, নিরাপত্তা শঙ্কায় গত মাসে সিরিজ বাতিলের পর পাকিস্তান সফরের নতুন সূচি তৈরির কাজ করছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

[৩]গত ১১ সেপ্টেম্বর ১৮ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানে পা রেখেছিল নিউ জিল্যান্ড। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। ১৭ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে শুরুর মিনিটখানেক আগে ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ পাওয়ার কথা বলে পাকিস্তান ছাড়ে ব্ল্যাক ক্যাপরা। যদিও এ ব্যাপারে বিস্তারিত কিছুই বলেনি তাদের ক্রিকেট বোর্ড এনজেডসি। তাদের দেখাদেখি চার দিন পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও পুরুষ ও নারী দল পাঠানোর পরিকল্পনা বাতিল করে।

[৪]বৃহস্পতিবার ইন্টার প্রভিন্সিয়াল কো-অর্ডিনেশনে সিনেট স্ট্যান্ডিং কমিটিতে আলাপকালে রমিজ বলেন, পাকিস্তানের চাপে পড়ে ‘এখন নতুন করে সফরসূচি’ করতে চাইছে এনজেডসি।’ তিনি বলেন, ‘এনজেড ক্রিকেট পাকিস্তানে নতুন করে তাদের দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

[৫]আগের সফর বাতিলের প্রতিবাদে কমিটির চেয়ারম্যান রাজা রাব্বানি পিসিবি প্রধানকে নিউ জিল্যান্ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে বলেছেন, ‘আমরা যদি নিউ জিল্যান্ডকে এই সফর না করতে দেই?’ রমিজ বলেন, ‘তাদের সঙ্গে আমাদের থাকতে হবে। কিন্তু আমরা তাদের বলতে পারি পাকিস্তানের শর্ত মেনে তারা প্রস্তুত থাকলে আমাদের সমস্যা নেই।’

[৬]২০২২ সালের নভেম্বরের দিকে এই সফর হতে পারে বলে রমিজ ইঙ্গিত দিয়েছেন। - ক্রিকবাজ/ ক্রিকইনফো। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়