শিমুল মাহমুদ: [২] হৃদরোগ আর কোভিডের জটিলতা কাটিয়ে সাড়ে ছয় মাসের বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কাজ শুরু করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
[৩] তার অনুপস্থিতি দপ্তর সামলে আসছিলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্র্রিন্স। বুধবার (০৬ অক্টোবর) সকালে কাজে যোগ দিয়ে রিজভী বলেন, হার্টের সিভিয়ার অবস্থা হল, তারপরে করোনার আক্রান্ত হলাম। দুইটা মিলে একটা কঠিন অবস্থা পার করেছি আমি। এখন আল্লাহর রহমতে অনেকখানি সেরে উঠেছি।
[৪] রিজভী বলেন, তার অসুস্থতার সময়টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ যারা নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন, পাশে থেকেছেন, সবার প্রতি তিনি কতৃজ্ঞ।
[৫] সেই সঙ্গে সারা দেশে বিএনপি নেতাকর্মী এবং দেশবাসীর প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।