শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ডেভিড ওয়ার্নারই থাকছেন ওপেনার

স্পোর্টস ডেস্ক : [২] এক বছরেরও বেশি সময় ধরে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেননি টি-টোয়েন্টি। ফর্মে নেই বলে আইপিএলে তাকে দুইবার একাদশে রাখেনি সানরাইজার্স হায়দরাবাদ। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকেই ওপেনিংয়ে সঙ্গী করবেন বলে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

[৩] ২০২০ সালের সেপ্টেম্বরে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেন ওয়ার্নার। ইনজুরি, বিশ্রাম ও সাংঘর্ষিক সূচির কারণে এই সময়ে চার সিরিজে মোট ১৪টি ম্যাচে ছিলেন না। এছাড়া আইপিএলেও সুবিধা করতে পারছেন না। আট ইনিংসে তার হাফ সেঞ্চুরি দুটি, স্ট্রাইক রেট ১০৭.৭৩। ভারতে আইপিএল পর্বে হায়দরাবাদের অধিনায়কত্বও হারান তিনি।

[৪] আইপিএলের আমিরাত পর্ব ও বিশ্বকাপের জন্য ফিট থাকতে ক্যারিবিয়ান ও বাংলাদেশ সফরে ওয়ার্নার ছিলেন বিশ্রামে। কিন্তু চলতি পর্বে প্রথম দুটি আইপিএল ম্যাচে ০ ও ২ রান করে আবারও বাদ পড়েছেন।

[৫] দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানের এই অবস্থায় তার পাশে দাঁড়ালেন ফিঞ্চ। বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে অধিনায়ক জানিয়ে দিলেন, টুর্নামেন্টে তার ওপেনিং পার্টনার হবেন ওয়ার্নার।

[৬] ফিঞ্চ বলেছেন, হ্যাঁ, অবশ্যই। সে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা সেরা খেলোয়াড়দের একজন। তার প্রস্তুতি নিয়ে আমার কোনো সংশয় নেই। হায়দরাবাদের হয়ে খেলতে সে ভালোবাসে, আমি জানি সে এখনও অনুশীলনের মধ্যে আছে। সে ভালোভাবে প্রস্তুত। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়