স্পোর্টস ডেস্ক : [২] খেলার প্রথমার্ধে আধ ডজন গোলের সুযোগ নষ্ট করলো ম্যানচেস্টার সিটি। এই সময়ের বিবর্ণ লিভারপুল বিরতির পর পুরোপুরি বদলে গেলো। দুইবার এগিয়েও গেল তারা। প্রতিবারই দারুণভাবে ঘুরে দাঁড়াল পেপ গুয়ার্দিওলার দল ম্যানসিটি। রোমাঞ্চ, উত্তেজনার ভেলায় ভেসে ড্রয়ে শেষ হলো দুই দলের লড়াই।
[৩] অ্যানফিল্ডে রোববার (৩ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। লিভারপুলের হয়ে একটি করে গোল করেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। ম্যানচেস্টার সিটির দুই গোলদাতা ফিল ফোডেন ও কেভিন ডে ব্রুইনে। - দ্য সান