শিরোনাম
◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তপু সরকার : [২] ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের প্যাডে এ কমিটির অনুমোদন দেন। ২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে আংশিক কমিটির ৩৮ মাস ১৬ দিন, পর এ কমিটি পেয়ে উচ্ছ্বসিত শেরপুর ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।

[৩] শেরপুরের সভাপতি শওকত হোসেন বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনেক যাচাই-বাছাই করে এ কমিটি অনুমোদন দিয়েছেন। এ কমিটিতে ত্যাগী ছেলেরা স্থান পেয়েছে।

[৪] একটি সুন্দর কমিটি হওয়ায় জেলা ছাত্রদল এখন থেকে আরো শক্তিশালী ও বেগবান হয়ে দেশের জন্য কাজ করবে।
উল্লেখ্য, ২০১৮ সালে ১২ জুলাই শওকত হোসেনকে সভাপতি ও নেয়ামুল হাসান আনন্দকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হাসান।

[৫] ১৪ সদস্যের এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়