মাকসুদ রহমান: [২]জিহাদি সন্দেহে নাইজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। চলতি মাসে দেশটির এটি জঙ্গী বিদ্রোহ দমনে দ্বিতীয় অভিযান। বিবিসি
[৩]রোববার সকালে দেশটির কোয়ানতান দাবান মাসারা অঞ্চলে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।সেনাবাহিনী প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি। পাশাপাশি মৃতরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা শাখার (ইসওয়াপ) সদস্য ছিলো কিনা তারও কোন প্রমাণ দিতে পারেনি সেনাবাহিনী।
[৪]এএফপি জানিয়েছে, অন্তত ২০ জন জেলে মারা গেছেন। রয়টার্স, স্থানীয় এক নাগরিক ও হামলায় আহত এক ব্যক্তির বরাত দিয়ে জানিয়েছে, অন্তত ৫০জন মারা গেছে। সম্প্রতি নাইজেরিয়া, বিদ্রোহীদের অর্থের যোগান বন্ধে সীমান্তবর্তী লেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে। সম্পাদনা: সাকিবুল আলম