শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক হলেন কাজী আব্দুস সোবহান

এস.এম আকাশ: [২] ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহবায়ক হলেন সমাজ সেবায় ব্যাপক আলোচিত মানবতার ফেরিওয়ালা খ্যাত দানবীর কাজী আব্দুস সোবহান।

[৩] এ উপলক্ষে তিনি বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই ফরিদপুর আওয়ামী লীগের অংগসংগঠনের সকল নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত করেন।

[৪] কাজী আব্দুস সোবহান, নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্ম তার। সে ছোট বেলা থেকেই ছিলেন দূরন্ত ও পরোপকারী। নিজ গ্রামের পাঠশালা থেকে স্কুল জীবন শুরু করেন তিনি। ফরিদপুর জেলার অন্যতম বিদ্যাপিঠ নগরকান্দা এম,এন,একাডেমি থেকে মাধ্যমিক শেষ করেন। দেশ সেবার ব্রত নিয়ে যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে। তবে লেখাপড়া চালিয়ে গেছেন নিয়মিত। চাকরি জীবন শেষে ব্যবসায় মোনযোগ দেন। ব্যবসায়িক সফলতায় বিন্দুকে তিনি সিন্ধুতে পরিনত করেছেন। ব্যবসায়িক সাফল্যে তিনি এখন রিয়া-রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

[৫] কাজী আব্দুস সোবহান একজন সফল ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি। নিজের জন্মস্থানের মানুষের জন্য কাজী আব্দুস সোবহান দানবীর হয়ে সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন। মসজিদ, মাদরাসায় নির্মাণ কাজে ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ কিনে দেন। পাশিাপাশি হাসপাতালে রোগির খোঁজ খবর ও আর্থিক সাহায্য করেন তিনি। এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে আজ তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাতি লাভ করেন। অনেকেই তাকে মানবতার দূত বলেও ডাকেন।

[৬] সাধারণ মানুষের মাঝে অনেকেই বলেন, ফরিদপুর জেলার মধ্যে অর্থবিত্তশালী অনেকেই আছেন কিন্তু কাজী আব্দুস সোবহান সাহেবের মতো এইভাবে অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত কেউ বাড়ায়নি। বৈশিক মহামারী করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষগুলো যখন কষ্ট পাচ্ছে, তখনই মানবতার ফেরিওয়ালা কাজী আব্দুস সোবহান ছুটে যান এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে। তাদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

[৭] রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান বলেন, আমার জন্মস্থান ফরিদপুর তথা নগরকান্দা ও সালথার মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আমার জীবনে তেমন কোনো চাওয়া পাওয়া নাই। খেটে খাওয়া মানুষগুলোর বিপদে আপদে পাশে দাঁড়াতে পারলেই খুশি। আমি সকলের ভালবাসা নিয়ে সামনের দিনগুলিতে বেঁচে থাকতে চাই। আপনারা সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়