শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক: প্রেমে পড়লে মানুষ কবিতা লেখে, কবিতা পড়ে এটিই প্রেমের প্রকৃতি

ড. এমদাদুল হক: ইদানীং অনেকেই বইয়ের বিরুদ্ধে সোচ্চার। তথাকথিত যেসব সাধক ও সুফি নামধারী বই না পড়ার অপদেশ দীক্ষায় দীক্ষিত হয়েছেন তাদের কাছে প্রশ্ন : [১] পুরাণ, বেদ, বেদান্ত, গীতা, মহাভারত, রামায়ণ ইত্যাদি বই ছাড়া শ্রীকৃষ্ণের অস্তিত্ব আছে না কি নেই? তাওরাত, যাবুর, ইঞ্জিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ইত্যাদি বই ছাড়া আল্লাহ, নবি, রসুল আছে না কি নেই? তোমার চিন্তা ও মন-মগজে শ্রীকৃষ্ণ, অবতার কিংবা আল্লাহ, নবি, রসুলের যে অস্তিত্ব আছে তা কি বই কিংবা শোনা কথা থেকে প্রবেশ করেনি?[২] ‘কোরআন’ শব্দের অর্থ বারবার পড়া। কোরআনের প্রথম নির্দেশ ‘পড়ো’। বই- কোরআনে ‘হে কিতাবিগণ’ বলে যাদের সম্বোধন করা হয়েছে তুমি কি তাদের অন্তর্ভুক্ত নও? তবে তুমি বইপড়ার বিপক্ষে কেন?

[৩] সুফিরা যদি বই না লিখবে, বই না পড়বে তবে রুমি, সাদি, ইবনুল আরাবি, জামি, গালিব, হাকিম সানাই, ওমর খৈয়াম, কবির, ইমাম গাজ্জালি, ইদ্রিস শাহ প্রমুখ সুফি এতো বই লিখলেন কেন? সুফিদের লেখা বই ছাড়া সুফিবাদের অস্তিত্ব আছে না কি নেই? [৪] কে, কোথায় কোন জ্ঞান লাভ করেছে যা বইয়ে লিখিত হয়নি? [৫] আল্লাহ, নবি, রসুল সম্বন্ধে এমন একটি কথা কি তুমি বলতে পারবে যা বইয়ে লিখিত নেই? [৬] বই পড়ার বিপক্ষে যেসব যুক্তি তুমি দাও, তাও কি বই থেকেই চয়ন করা নয়? ফেসবুকও তো একটি বুক। ফেসবুকে তুমি আছ কেন?[৭] প্রেমের কবিতা পড়া আর প্রেমে পড়া এক কথা নয়। কিন্তু প্রেমে পড়লে মানুষ কবিতা লেখে, কবিতা পড়ে এটিই প্রেমের প্রকৃতি কিন্তু তুমি এতো কবিতাবিরোধী কেন? গলদ তোমার প্রেমে না কি কবিতায়? ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়