সোহেল রানা: [২] মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এলাকা থেকে গাঁজা ও সিএনজিসহ তিন মাদককারবারিকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
[৩] শুক্রবার(২৪ সেপ্টেম্বর)সন্ধ্যায় গোপালনগর গ্রামের খেয়াঘাট পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
[৪] আটককৃতরা হলেন,কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলের হাওর এলাকার মৃত তজমুল হোসেন এর ছেলে ফয়সাল আহমদ(৩৫),একই এলাকার মৃত রিয়াসত মিয়ার ছেলে মো:সালা উদ্দিন(২৬),আব্দুল মন্নান এর ছেলে বকুল হোসেন (৩০)।
[৫] মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিতিত্তে কমলগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের খেয়াঘাটের ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা একটি সিএনজি (মৌলভীবাজার থ ১২-২৯৮৬)সহ তিন মাদককারবারিকে আটক করা হয়।
[৬] তিনি আরো জানান,তারা র্দীঘ দিন যাবত জেলা ও বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। এছাড়াও তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হয়েছে।