শিরোনাম
◈ হিসাব জালিয়াতির মাধ্যমে ১৫ বছরে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়েছে: তৌহিদ হোসান ◈ ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২ ◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রবেশে নিষিদ্ধ করলেন বর

অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে সাধারণত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে স্বাভাবিকভাবেই শিশুরাও থাকে। কিন্তু এক যুবক তার বিয়েতে শিশুদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

কিন্তু মজার ব্যাপার হলো, শিশুদের প্রবেশ নিষিদ্ধ করলেও কুকুর নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসা যাবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মিডল্যান্ডের বাসিন্দা এক নারী মমসনেট নামে এক ওয়েবসাইটে ওই ঘটনা জানিয়েছেন।

তিনি জানান, গত সপ্তাহে বোনের বিয়ের আমন্ত্রণ পান ওই নারী। বোনের স্বামীর তরফ থেকে পাওয়া ওই আমন্ত্রণপত্রে জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে কোনো শিশু নিয়ে যাওয়া যাবে না। তবে কুকুর নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

কিন্তু চলতি বছরের এপ্রিলেই মা হয়েছেন ওই নারী। তাই নিজের শিশু সন্তানকে রেখে কোনোভাবেই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি। বোনের বিয়ের অনুষ্ঠানে এ রকম অদ্ভূত শর্তের কারণে না যেতে পেরে ভীষণ মনোক্ষুণ্ন হয়েছেন তিনি। তিনি বিষয়টি তার বোনের স্বামীকে জানিয়েছেন। কিন্তু তারপরও তার শিশু সন্তানের জন্য কোনো আমন্ত্রণ মেলেনি বলে জানিয়েছেন ওই নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়