শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের অনুষ্ঠানে শিশুদের প্রবেশে নিষিদ্ধ করলেন বর

অনলাইন ডেস্ক : বিয়ের অনুষ্ঠানে সাধারণত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে স্বাভাবিকভাবেই শিশুরাও থাকে। কিন্তু এক যুবক তার বিয়েতে শিশুদের প্রবেশ নিষিদ্ধ করেছে।

কিন্তু মজার ব্যাপার হলো, শিশুদের প্রবেশ নিষিদ্ধ করলেও কুকুর নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসা যাবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের মিডল্যান্ডের বাসিন্দা এক নারী মমসনেট নামে এক ওয়েবসাইটে ওই ঘটনা জানিয়েছেন।

তিনি জানান, গত সপ্তাহে বোনের বিয়ের আমন্ত্রণ পান ওই নারী। বোনের স্বামীর তরফ থেকে পাওয়া ওই আমন্ত্রণপত্রে জানানো হয়, বিয়ের অনুষ্ঠানে কোনো শিশু নিয়ে যাওয়া যাবে না। তবে কুকুর নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।

কিন্তু চলতি বছরের এপ্রিলেই মা হয়েছেন ওই নারী। তাই নিজের শিশু সন্তানকে রেখে কোনোভাবেই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না তিনি। বোনের বিয়ের অনুষ্ঠানে এ রকম অদ্ভূত শর্তের কারণে না যেতে পেরে ভীষণ মনোক্ষুণ্ন হয়েছেন তিনি। তিনি বিষয়টি তার বোনের স্বামীকে জানিয়েছেন। কিন্তু তারপরও তার শিশু সন্তানের জন্য কোনো আমন্ত্রণ মেলেনি বলে জানিয়েছেন ওই নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়