মোঃ ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর ফিলিং ষ্টেশন ও পলাশ ফিলিং ষ্টেশনের পাম্পে জ্বালানী তৈল পরিমাপে কম দেওয়ায় অপরাধে এবং বিকল্প ডেন্টালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমান আদায় করেছে।
[৩] রাজবাড়ীর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে রাজবাড়ীর শহরের শ্রীপুরে তৈলের পাম্পগুলোতে ও রাজবাড়ী শহরের কযেকটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
[৪] ২২ সেপ্টেম্বর বিকালে সরকারী আদেশ ও আইন মানা এবং স্বাস্থ্য বিধি পালনে জনগনকে পরামর্শ দেওয়া হয়। বিকালে শহরের বিভিন্নস্থানে মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি পাম্পে জ্বালানী তৈল পরিমানে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রথমে শ্রীপর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পলাশ ফিলিং ষ্টেশনের ম্যানেজার মোঃ লোকমান হোসেন(৬৫)কে ৫০ হাজার টাকা এবং রাজবাড়ী ফিলিং ষ্টেশনের ম্যানেজার দুর্জয় কুমার দে ৩৭কে ৫০ হাজার টাকা মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
[৫] আপরদিকে রাজবাড়ী ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে অস্বাস্থ্যজর পরিবেশে খাদ্য রান্না করা, সংরক্ষণ করা, পরিবেশন করা এবং বিক্রয় করার দায়ে মালিক মোঃ মোরশেদ চপ দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১হাজার টাকা এবং অনুমোদিত চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীদের ব্যবস্থাপত্রে অদক্ষ লোকের দ্বারা উচ্চতর এন্টিবায়োটিক প্রয়োগের জন্য নির্দেশনা দেওয়ার আপরাধে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় বিকল্প ডেন্টালের এম এ জলিল (৪০) কে ১০ হাজার টাকা, সর্বমোট ১লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয এবং বিধি মোতাবেক প্রতিষ্ঠানটি পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
[৬] জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিস প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক, আইন শৃঙ্খলায় সহযোগিতায় নিয়োজিত ছিলেন রাজবাড়ী সদর থানা এ,এস,আই মোঃ রেজাউলসহ থানার নেতৃত্বে পুলিশের একটি টিম।।জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে। মোঃ ইউসুফ মিয়া