ফাহমিদুল কবীর: [২] কিয়েভ শহরের কাছেই প্রেসিডেন্টের সহকারীকে হত্যা চেষ্টায়, তার গাড়ি উদ্দেশ্য করে গুলি করা হয়। এঘটনায় গাড়ির চালক আহত হন। সিএনএন
[৩] ইউক্রেনের পুলিশ জানায়, আনুমানিক রাত দশটায় প্রেসিডেন্টের সহকারী সারর্গে শেফিরের গাড়ি লক্ষ্য করে ১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়।
[৪] ঘটনার পর হামলাকারীদের ধরতে একটি বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে দেশটির পুলিশ। পুলিশ জনগনের কাছে তথ্য চেয়ে সাহায্যের আবেদনও করেছে।
[৫] এহত্যাচেষ্টায় গাড়িচলকের শরীরে তিনটি গুলি লাগলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।