শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ব্যবসায়ী নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি

এম এ হালিম: [২] ঢাকার সাভারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভাড়া বাসায় ফেরার পথে এক মুরগি ব্যবসায়ী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

[৩] বুধবার বিকেলে নিখোঁজ ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

[৪] এর আগে গত ১৮ সেপ্টেম্বর শনিবার আশুলিয়ার ভাদাইল বাজারের মুরগির দোকান থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন বলে জিডিতে উল্লেখ করা হয়। পরদিন আশুলিয়া থানায় একটি জিডি করেন নিখোঁজ ব্যক্তির বড় ভাই খোরশেদ আলম।

[৫] নিখোঁজ আবুল হোসেন (৫৫) ঢাকা জেলার ধামরাই উপজেলার দত্তনালাই গ্রামের সাহেব আলীর ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়ায় বসবাস করে আসছেন।

[৬] নিখোঁজ ব্যক্তির শ্যালক আব্দুল হাকিম বলেন, আবুল হোসেন তার বড় বোনের স্বামী। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে আশুলিয়ার ভাদাইল বাজারে মুরগির ব্যবসা করেন তার বোনজামাই। দোকান থেকে ভাড়া বাসার দূরত্ব প্রায় এক কিলোমিটারের মতো। মাঝে মধ্যেই কাজ না থাকলে দোকান থেকে বাসায় চলে যেতেন। গত ১৮ তারিখ ফোন করে বাসায় যাওয়ার কথা জানায় তার বোনজামাই। কিন্তু এরপর আর বাসায় ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরদিন রোববার আশুলিয়া থানায় জিডি করা হয়।

[৭] তিনি আরও বলেন, গতকাল রাতে ফোন করে সে ভালো আছে জানিয়ে আবারও সংযোগ কেটে দেয়। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার কাছে বেশ কয়েকজন ৫-৬ লাখ টাকা পাবেন। যদিও পাওনাদাররা কখনও তাদের কিছু বলেনি।

[৮] আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তি ঋণগ্রস্ত বলে তার পরিবারের কাছে জানতে পেরেছি। মেয়েকে বিয়ে দেয়ার পর হতেই ঋণগ্রস্ত হন ওই ব্যক্তি। তার মুঠোফোনটি এখনও বন্ধ রয়েছে। তবে গতকাল রাতে স্ত্রীকে ফোন করে আবারো বন্ধ রেখেছেন বলে তার পরিবারের কাছে জেনেছি। ধারণা করছি, ঋণের চাপে ওই ব্যক্তি নিজেকে আত্মগোপনে রেখেছেন। তারপরও আমরা তদন্ত করে দেখছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়