শিরোনাম
◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিরপুরে ব্যাট হাতে মাতালো তামিমের ছেলে আরহাম ইকবাল খান

মাহিন সরকার : [২] রাতে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) উড়াল দেবেন তামিম ইকবাল। ইঞ্চুরি থেকে ফিরে তিনি নিত্যদিন ব্যাটিং করছেন মিরপুর শের-ই-বাংলায়। ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিতে ঘাম ঝরাচ্ছেন তিনি। প্রতি দিনের মতো বুধবার ২২ সেপ্টেম্বর এসেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে আজ তার সঙ্গে নতুন অতিথি।

[৩] ছেলে আরহাম ইকবাল খানকে নিয়ে আজ প্রস্তুতিতে আসেন তামিম। ছেলের কাছে ব্যাট দিয়ে তিনি নিজের মতো করে অনুশীলন চালিয়ে যান। আরহামও কম যায়নি, মিরপুরের সবুজ গালিচায় দৌড়াদৌড়ি আর ব্যাটিং করে তৃপ্তি পেয়েছে। একটি বিষয় আলাদা করে নজর কেড়েছে সবার, বাবা তামিম বাঁহাতি। আর ছেলে আরহাম ডানহাতি। সবুজ ঘাসে আরহামের ব্যাটিং দেখে বোঝা গেল, চার দেয়ালে টুকটাক ব্যাট-বল নাড়াচাড়া করে সেও।

[৪] খেলাধুলার সঙ্গে তামিমদের পরিবারের সম্পর্ক আজকের নয়। বাবা ইকবাল খান একাধারে খেলতেন ক্রিকেট ও ফুটবল, চাচা আকরাম খান ছিলেন জাতীয় দলের অধিনায়ক, বড় ভাই নাফিস ইকবালও খেলেছেন জাতীয় দলে।

[৫] নাফিস ইকবালের ছেলে নামির ইকবালও বাবার পথ ধরে এগিয়ে যাচ্ছে। তামিমের ছেলে আরহাম এবারই প্রথম মিরপুরে ব্যাট নিয়ে ক্রিকেট খেলল। গায়ে ছিল জাতীয় দলের জার্সি। কে জানে, ছোট্ট আরহাম একদিন বড় হয়ে হয়তো এই মাঠেই বাবার মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পারে।

[৬] তামিমের অবশ্য কোনো কিছুতে না নেই। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছেলে যা করতে চায়, করবে। ক্রিকেটার হতে চাইলে ক্রিকেটার হবে। অন্য কোনো পেশায় যেতে চাইলে যাবে। যেখানেই যাক সব সময় আমাকে পাশে পাবে।

[৭] ফেসবুকে ছেলের ব্যাটিংয়ের ছবি দিয়ে তামিম লিখেছেন, আরহাম আজ মাঠে যেতে চাইল। বাবা ও ছেলে দারুণ সময় কাটালাম। আলহামদুলিল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়