ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেছে। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। ঘটেছে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা। প্রায় দুইঘন্টা ধরে থেমে থেমে বিক্ষোভ করে ভোটারেরা।
[৩] খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এরফানুল হক চৌধুরী দুপুর ১টার দিকে উনছিপ্রাং ভোট কেন্দ্রে পৌঁছান। তারা প্রতিদ্বন্দী প্রার্থী ও এজেন্টদের অভিযোগ শোনেন। তাৎক্ষণিক দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
[৪] সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা বেদারুল। তিনি বলেন, টেকনাফে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, দুই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস