নুর উদ্দিন: [২] নির্মাণ শ্রমিক ইমাজ উদ্দীন (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। রোববার সকালে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
[৩] জানা যায়, শ্রমিক ইমাজ উদ্দিন মঈনপুর জামে মসজিদ সংলগ্ন এলাকার সড়কের পাশে অবস্থিত দু'তলা একটি ভবনের রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করে আসছে। কাজ করার সময় সড়কের পাশে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
[৪] ঠিকাদার সালাই উদ্দিন ভান্ডারি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় মঈনপুর গ্রামের লন্ডন প্রবাসী লিয়াকত মিয়ার বাসায় রাজমিস্ত্রির হেলপার শ্রমিক হিসেবে কাজ করতো। অসাবধানতাবশত বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
[৫] জাহিদপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই পলাশ চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস