ডেস্ক রিপোর্ট: শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত হন। বাংলানিউজ২৪
নিহত আসাদুর রহমান (২১) আসাদুর রহমান রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, আসাদুর রহমান মোটরসাইকেলে করে বাড়ি থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথে একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।