শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবধান অনেক, তবু ভালোর আশায় বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: [২] নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি ম্যাচের অভিজ্ঞতা পুঁজি করে আগামীকাল রবিবার ১৯ সেপ্টেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বে নামতে যাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। শক্তিশালী প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে সেরাটা দেওয়ার জন্য তৈরি গোলাম রব্বানী ছোটনের দল। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের বাছাইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

[৩] ফিফা র‌্যাঙ্কিংয়ে জর্ডানের (৬৩) চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ (১৩৭)। প্রতিপক্ষ শক্তিশালী হলেও লড়াই করতে চাইছে বাংলাদেশের মেয়েরা। দলটির কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারবো। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

[৪] ২০১৪ সালে সর্বশেষ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০, ইরানের বিপক্ষে ২-০ ও ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরে গ্রুপের তলানিতে ছিল বাংলাদেশ। আর গতবার, ২০১৮ সালে তো অংশই নেয়নি।

[৫] এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ছোটনের চাওয়া, ভুলত্রুটি সংশোধন করে দল ইতিবাচক ফুটবল খেলবে, উজবেকিস্তান আসার আগে আমরা নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছি। এতে করে আমাদের মেয়েদের মাঠের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে কাজ করার সুযোগ হয়েছে। আশা করছি ভালো কিছু হবে।

[৬] দলের অধিনায়ক সাবিনা খাতুনও আশাবাদী, এখানে মেয়েরা মানিয়ে নিয়েছে। কয়েকটি সেশন হয়েছে। আশা করছি ভালো ম্যাচ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়