খালিদ আহমেদ: [২] সুন্দরবনের দুবলার চর থেকে সরকার ঘোষিত রুটে কাঁকড়া পরিবহনে আর কোন বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
[৩] বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ আজ এ রায় দেন।
[৪] এ রায়ের ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ রুটে জেলেদের কাঁকড়া পরিবহনে বাধা দূর হলো। এ এলাকার মানুষের জীবিকার প্রধান মাধ্যম মাছ ধরা।
[৫] আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ায় কাঁকড়া ধরা এখন অনেক জেলার প্রধান পেশা। কিন্তু এক অদ্ভুত নিয়মের বেড়াজালে পড়ে যায় এখানকার ১ হাজার জেলে।
[৬] নিবন্ধন করা ট্রলারে পশুর নদী ব্যবহার করে মাছ পরিবহনের অনুমতি আছে বনবিভাগের। তবে অনুমোদন ছিলো না কাকড়া বহনের। এমন দ্বৈতনীতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন ৬ জেলে।