শিরোনাম
◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম বুথে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩ !

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার ফিরিঙ্গীবাজার মোড়ের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) এর এটিএম বুথ থেকে টাকা ডাকাতি করার চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আনোয়ারা উপজেলার এক ছাত্রদল নেতাও রয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ অনোয়ার হোসেন বাবু (৩২), মোঃ জহির আলম (৩৪) ও আদনান (৩৭)। তার মধ্যে জহির আলম নিজেকে আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের শার্টারের সামনে গিয়ে টাকা তুলবে বলে দরজায় ধাক্কা দিতে থাকে। বুথের ভিতরে থাকা সিকিউরিটি গার্ড মোঃ নাজিম উদ্দিন দরজা না খুললে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। সিকিউরিটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করতে উদ্যত হয় ও কাঁচের দরজায় ধাক্কা দিতে থাকে।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার এএসআই দিদারুল আলম এবং ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে করে। এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, রাতে ইউসিবিএল ব্যাংকের এটি বুথে ডাকাতির চেষ্টাকালে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো বলেন বলেন, জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল যোগে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায় বলে স্বীকার করেছে। মোঃ জামশেদ চৌধুরী আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা মোটরসাইকেল নিয়ে প্রায় রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ছিনতাই করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১নং আসামীর মো আনোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে ডিএমপির রামপুরা থানায় একটি অস্ত্র মামলা ও ২নং আসামীর মো জহির আলম এর বিরুদ্ধে কর্ণফুলী থানায় নারী নির্যাতন, অন্যান্য ধারায় দুইটি মামলা এবং আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়