শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম বুথে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৩ !

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার ফিরিঙ্গীবাজার মোড়ের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) এর এটিএম বুথ থেকে টাকা ডাকাতি করার চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আনোয়ারা উপজেলার এক ছাত্রদল নেতাও রয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ অনোয়ার হোসেন বাবু (৩২), মোঃ জহির আলম (৩৪) ও আদনান (৩৭)। তার মধ্যে জহির আলম নিজেকে আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের শার্টারের সামনে গিয়ে টাকা তুলবে বলে দরজায় ধাক্কা দিতে থাকে। বুথের ভিতরে থাকা সিকিউরিটি গার্ড মোঃ নাজিম উদ্দিন দরজা না খুললে দরজা ধাক্কাধাক্কি করতে থাকে। সিকিউরিটিকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করতে উদ্যত হয় ও কাঁচের দরজায় ধাক্কা দিতে থাকে।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে এসআই সুকান্ত চৌধুরী সঙ্গীয় অফিসার এএসআই দিদারুল আলম এবং ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে করে। এই ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, রাতে ইউসিবিএল ব্যাংকের এটি বুথে ডাকাতির চেষ্টাকালে তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরো বলেন বলেন, জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল যোগে এটিএম বুথের টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে যায় বলে স্বীকার করেছে। মোঃ জামশেদ চৌধুরী আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। তারা মোটরসাইকেল নিয়ে প্রায় রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ছিনতাই করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১নং আসামীর মো আনোয়ার হোসেন বাবুর বিরুদ্ধে ডিএমপির রামপুরা থানায় একটি অস্ত্র মামলা ও ২নং আসামীর মো জহির আলম এর বিরুদ্ধে কর্ণফুলী থানায় নারী নির্যাতন, অন্যান্য ধারায় দুইটি মামলা এবং আনোয়ারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা সহ মোট তিনটি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়