শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুব দলের আরও বেশি সতীর্থকে জাতীয় দলে পাওয়ার আশা শামীমের

নিজস্ব প্রতিবেদক: [২] যুব বিশ্বকাপ জয়ের দেড় বছরের মাথায় জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেলেন শামীম হোসেন ও শরিফুল ইসলাম। অলরাউন্ডার শামীম বলছেন ভবিষ্যতে যুব বিশ্বকাপ জয়ী দলের আরও ক্রিকেটার জাতীয় দলে আসবে।

[৩] আকবর আলির নেতৃত্বাধীন যুব দলটির বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন। নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েই আছেন পাইপলাইনে। দলটির বেশিরভাগ সদস্য আছেন হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের নার্সিংয়ে। যাদের মধ্যে পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, তানজিদ হাসান তামিম অন্যতম।

[৪] তবে ইতোমধ্যে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ফেলেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও শামীম হোসেন। যদিও প্রথমবার জাতীয় দলের কোনো স্কোয়াডে ডাক পান শরিফুল ও পারভেজ হোসেন ইমন।

[৫] গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের প্রাথমিক দলে ছিলেন দুজনেই। যদিও মূল দলে শেষ পর্যন্ত টিকে যান শরিফুল। ফলে শরিফুলই যুব বিশ্বকাপ জয়ী দলের প্রথম সদস্য হিসেবে জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পান।

[৬] এদিকে গত জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ মেলে শামীম হোসেনের। ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও। এবারতো টিকিট পেয়ে গেলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নিজের আনন্দের কথাও জানান শামীম।

[৬] তিনি বলেন, যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলি, তখন জাতীয় দল অত মাথায় ছিল না। খেলাতেই ফোকাস ছিল। আর চিন্তা ছিল যে যত তাড়াতাড়ি জাতীয় দলে আসা যায়। তাই এখন আল্লাহর রহমতে জাতীয় দলে ডাক পেয়েছি, অনেক আনন্দিত আমি।

[৭] যুব দলের সতীর্থ শরিফুলের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রসঙ্গে তরুণ এই ক্রিকেটার যোগ করেন, আমরা অনুর্ধ্ব-১৯ দলের দুইজন সদস্য আছি। শরিফুল আছে এবং আমি। আশা করি আমাদের অনূর্ধ্ব-১৯ দলে থেকে আরও ক্রিকেটার জাতীয় দলে আসবে। ক্রিকবাজ, ক্রিকেট ৯৭, ক্রিকটাইম, বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়