শরীফ শাওন: [২] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পৃথক নির্দেশনায় জানায়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় থেকে ষষ্ঠ এবং ২০২০ সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গ্রহণ ও জমাদানের মোট সংখ্যার সারসংক্ষেপ নির্ধারিত ছকের মাধ্যমে অধিদপ্তরের মনিটরিং উইং এ ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
[৩] বুধবার মাউশির প্রকাশিত পৃথক নোটিশে বলা হয়, ২০২১ সালের পরীক্ষার্থীদের সারসংক্ষেপ ১৬ সেপ্টেম্বর এবং ২০২২ সালের পরীক্ষার্থীদের তথ্য ৩ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে আঞ্চলিক পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
[৪] এসএসসির জন্য পৃথক নোটিশে বলা হয়, আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৪র্থ থেকে ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জামাদানের মোট সংখ্যার সার সংক্ষেপ নির্ধারিত মেইলে পাঠাতে হবে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা বা জেলা পরিশেষে নিজ নিজ অঞ্চলের সার সংক্ষেপ তথ্য পাঠাতে সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।