শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

হ্যাপি আক্তার: [২] গাজীপুরের পূবাইলে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। যমুনা টিভি, নিউজবাংলা২৪, বিডিনিউজ২৪

[৩] রোববার (৫ সেপ্টেম্বর) বেলা ১০টা ১৫ মিনিটের দিকে পূবাইলের মাজুখান এলাকায় ‘একতা ঝুট মিল’ নামে ওই গুদমে আগুনের ঘটনাটি ঘটে।

[৪] টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

[৫] তিনি জানান, টঙ্গী ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

[৬] পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

[৭] ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, শহরের মাঝুখান এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

[৮] “ছোট বড় প্রায় ২৫/৩০টির মতো ঝুট গুদামে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।”অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়