শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭ ◈ ২৩৭ আসনে বিএনপির প্রার্থী কারা, দেখুন তালিকা ◈ ‘আপনি বেশি কথা বলেন, আদালত বিব্রত হয়’: আইনজীবী আমির হোসেনকে ট্রাইব্যুনাল ◈ সালাহউদ্দিন আহমদ যে আসনের প্রার্থী হয়েছেন  ◈ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১২ প্রতিষ্ঠানের আবেদন ◈ খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ ও তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী ◈ ধর্মীয় আপত্তির মুখে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করল সরকার ◈ বিদেশে প্রশিক্ষণে কোটি টাকা ব্যয়, মাঠপর্যায়ে ফল শূন্য ◈ নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে পারে? ◈ গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোয়েব শোর্বোনাম: পরীমনি নিয়া

শোয়েব শোর্বোনাম:  ১. ম্যাগসেসে পুরষ্কারের নিউজ কোনভাবেই পরীমনির জামিনের নিউজের চাইতে গুরুত্বপূর্ণ নিউজ না।
পরীমনির কাভারেজ দেখে যারা অবাক হয়ে গেলেন, তাদের কাছে জানতে চাই ম্যাগসেসে পুরষ্কারপ্রাপ্ত কয়জন বাঙালির নাম আপনারা জানেন? এই পুরষ্কারের নামটাই জানে দুনিয়ার কয়জন?

যা কেউ জানতে চায় না তা যতই গুরুত্বপূর্ণ হোক, তার নিউজভ্যালু নাই।
এক্সামপল হিসেবে বলি, বুকার সাহিত্যের জন্য ডেডিকেটেড প্রাইজ, আর সাহিত্যের নোবেল হচ্ছে টোটাল নোবেল প্রাইজের একটা পার্ট।
ইওরোপের সব নিউজপেপারে বুকার হেডলাইন হয়, নোবেল লিটারেচার প্রাইজ অত গুরুত্ব পায় না। এই দেশে রবীন্দ্রনাথ লিরিক লিখে নোবেল পাইছেন বলে আমাদের কাছে নোবেল এত ইম্পর্ট্যান্ট, বুকারের খবরও কেউ নেয় না। ফলে, বুকার সাহিত্যের জন্য যতই গুরুত্বপূর্ণ পুরষ্কার হোক, এইটার নিউজভ্যালু নাই আমাদের দেশে।
পরীমনির নিউজভ্যালু যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকি কিংবা ম্যাগসেসে পুরষ্কারের চেয়ে অনেক অনেক বেশি তার প্রমান সোশাল মিডিয়াতেই দেখা যাবে।

নিউজভ্যালু তখনই তৈরি হয় যখন পাবলিক সেইটা জানতে চায়। মানুষের আগ্রহ নাই এমন নিউজকে প্রধান নিউজ করে তোলা ম্যানুপুলেশন।
নিউজপেপার ঠিক করে দিবে কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি আপনি ঠিক করবেন? পত্রিকার ঠিক করে দেয়া গুরুত্বকে যারা গুরুত্ব দেন, তাদের বোঝাপড়া দুর্বল।

২. পরীমনি বিপ্লবি নয় এমন একটা আলাপ উঠছে। তাইলে বিপ্লবিটা কে আমারে বুঝায়ে দেন প্লিজ।
যারা বলতে চান বিপ্লব মানে 'সরকারের পতন চাই' 'ফ্যাসিবাদ নিপাত যাক' এই টাইপের লোকেদের দলে যোগ দিতে হবে তারা দুই নাম্বার লোক।
পরীমনির ফেসবুক লাইভটা ছিল প্রথম বিপ্লব, যখন ওয়ারেন্ট ছাড়া তাকে ধরে নিয়ে আসা হইছে। এইটা বেআইনি, পরীমনি লাইভে তার প্রতিবাদ করেন।

ব্যাপারটা আদালতের দৃস্টি আকর্ষন করছে এবং আদালত এর জন্য জবাবদিহি চাইছে। স্বতপ্রনোদিত হয়ে রুল জারি করছে।
যেই সরকারই ক্ষমতায় থাকুক আইন শৃঙখলা বাহিনী যুগের পর যুগ এই বেআইনি কাজটা করে যাচ্ছে, ফলে সরকারের বদল এই সিস্টেম বদলাইতে পারতেছে না। পরীর কারনে ব্যপারটা আদালতে গড়াইছে, একটা সমাধানের দিকে যাচ্ছে।
পরীর একটা ফেসবুক লাইভ যদি সিস্টেমটাকে চেঞ্জ করে দিতে পারে, যা কোন সরকারই করতে চায় নাই, এইটা বিপ্লব না?

৩. পরীমনি নিয়া এত মাতামাতির কী আছে, পরীমনি আবার একটা সুন্দর কিছু হইলো?
— আপনাদের জন্য এত্তগুলা হাহাহা 🤣🤣🤣।
#সর্বনাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়