কায়সার হামিদ মানিক: [২] উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-এফ, শেড নং-৩৩, রুম নং-০৬ এ দিল মোহাম্মদের বসতঘরে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে (১৪) এপিবিএনের সদস্যরা।
[৩] বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক।
[৪] আটককৃত আসামিরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে, দিল মোহাম্মদ (৩৮), ও তার স্ত্রী হাসিনা (৩২)।
[৫] সূত্র জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসতঘরের ১টি প্লাস্টিকের বস্তা থেকে ৫টি নীল রং এর পলিথিন ব্যাগ থেকে ৬,৫২২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয় ও আটককৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।