শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল : কারও উঁকি দিয়া দেখার সৌভাগ্য হয় নাই জিয়ার লাশ!

অমি রহমান পিয়াল : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টানা তিনদিন কারফিউ ছিলো, দেখামাত্র গুলির নির্দেশ ছিলো। এই কারফিউর কথা দিনমান রেডিও টিভিতে প্রচারিত হইছে, তাই তার মৃত্যুতে শোক কিংবা উল্লাস করার জন্য কোনো সিভিলিয়ান ১৮ আগস্ট পর্যন্ত কোনো শহরের রাস্তায় নামতে পারেনি। যদি কেউ তেমন দাবি করে, সে মিথ্যা বলছে। তারপরও বঙ্গবন্ধু ভাগ্যবান। ওনার লাশের দাফন করছিলো টুঙ্গিপাড়ার তার গ্রামের চারপাঁচ জন লোক। সেনাপ্রহরায় তার গুলি ঝাঁঝরা লাশটা পরম যত্নে গোসল করায়া ধর্মীয় রীতি মাইনা জানাজা পইড়া কবরে শোয়াইছে।

হ্যাঁ মাত্র চার-পাঁচজন লোক। জিয়ার জানাজার মতো লাখ লাখ লোকের ঢল নামে নাই। কিন্তু সেই লাখ লাখ লোক আসল জানাজা পড়ছে নাকি গায়েবানা জানাজা সেটা তারা নিজেরাও জানে না। কারণ জিয়ার লাশ সার্কিট হাউজে মিলে নাই। সেনাবাহিনী যে অলিখিত অঘোষিত কারফিউটা জারি করছিলো তখন সেটা জিয়ার কফিন নিয়া। কারও উকি দিয়া দেখার সৌভাগ্য হয় নাই জিয়ার লাশ। নির্ধারিত চিত্রনাট্য মেনে একটা কাঠের কফিন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হইছে, তার আগে লাখ লাখ লোকের জানাজা পাইছে।
কিন্তু জিয়া? তিনি আসলে কই ছিলেন? তার সত্যিকার কবর কোখায়! এই বিভ্রান্তির জন্ম দেয় চন্দ্রিমা উদ্যানের পতিতারা। তারা নিশ্চিন্তে যৌনকর্ম করে জিয়ার স্মৃতিবেদীতে। যেন নিশ্চিত জানে ভেতরে কোনো শবদেহ ছিলো না কোনো কালেই! লেখক : অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়