শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: পাইলট ক্যাপটেন নওশাদ আতাউল কাইয়ুম একজন বীর, তাঁকে রাষ্ট্রীয় পদক দেওয়া হোক

দিপু তৌহিদুল: ভারতের নাগপুরে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। বিমানের একটি সূত্র বলেছে, নাগপুরের হোপ হাসপাতালে কোমায় থাকা কাইয়ুম ক্লিনিকালি ডেড।

হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে। কিন্তু পাইলটের আত্মীয়-স্বজন এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তারা নতুন করে মেডিকেল বোর্ড বসানোর দাবি জানিয়েছেন। স্বজনদের এই দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে। গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ ‘হার্ট অ্যাটাক’ করেন। গত শনিবার রাতে তিনি কোমায় চলে যান। আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে নওশাদ কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান।
একই সময়ে তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ১২৪ জন যাত্রীর প্রত্যেকেই নিরাপদে ছিলেন। পাইলট ক্যাপটেন নওশাদ আতাউল কাইয়ুম যে কাজটি করেছেন, তার জন্য তাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা উচিত। মুশকিল হচ্ছে বাংলাদেশের মতন কৃপণ মানসিকতার রাষ্ট্রে রাজনৈতিক নেতাদের উচ্চ আসনে রাখতে গিয়ে বাকিরা গৌণ হয়ে যায়। যাই হোক নাগরিক অবস্থানে থেকে মানুষটিকে স্যালুট জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়