শিরোনাম
◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না ◈ বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল ◈ ৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ (ভিডিও) ◈ খালেদা জিয়ার ভারতের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব নিয়ে যা জানা যায় ◈ ২১ বছর পর চূড়ান্ত হলো জাতীয় নগর উন্নয়ন নীতিমালা, নগরায়ণে নতুন দিশা দিচ্ছে সরকার ◈ আমি আমার মতো করেই রাজনীতি চালিয়ে যাব: রুমিন ফারহানা

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: পাইলট ক্যাপটেন নওশাদ আতাউল কাইয়ুম একজন বীর, তাঁকে রাষ্ট্রীয় পদক দেওয়া হোক

দিপু তৌহিদুল: ভারতের নাগপুরে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন বলে জানা গেছে। বিমানের একটি সূত্র বলেছে, নাগপুরের হোপ হাসপাতালে কোমায় থাকা কাইয়ুম ক্লিনিকালি ডেড।

হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে। কিন্তু পাইলটের আত্মীয়-স্বজন এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তারা নতুন করে মেডিকেল বোর্ড বসানোর দাবি জানিয়েছেন। স্বজনদের এই দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে। গত শুক্রবার সকালে ওমানের মাস্কাট থেকে বিজি-০২২ ফ্লাইটটি নিয়ে ঢাকা আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ ‘হার্ট অ্যাটাক’ করেন। গত শনিবার রাতে তিনি কোমায় চলে যান। আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে নওশাদ কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে জরুরি অবতরণের অনুরোধ জানান।
একই সময়ে তিনি কো-পাইলটের কাছে বিমানটির নিয়ন্ত্রণ হস্তান্তর করেন।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ১২৪ জন যাত্রীর প্রত্যেকেই নিরাপদে ছিলেন। পাইলট ক্যাপটেন নওশাদ আতাউল কাইয়ুম যে কাজটি করেছেন, তার জন্য তাকে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা উচিত। মুশকিল হচ্ছে বাংলাদেশের মতন কৃপণ মানসিকতার রাষ্ট্রে রাজনৈতিক নেতাদের উচ্চ আসনে রাখতে গিয়ে বাকিরা গৌণ হয়ে যায়। যাই হোক নাগরিক অবস্থানে থেকে মানুষটিকে স্যালুট জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়