শিরোনাম
◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ১০:৩৭ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে ২০ হাজার টাকার জালনোটসহ গ্রেপ্তার এক

নিজেস্ব প্রতিবেদক: [২] বগুড়ার শাজাহানপুরে রাজু হেসেন (২৭) নামে একজনকে ২০ হাজার টাকার জালনোটসহ আটক করেছে পুলিশ। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন তথ্য নিশ্চিত করেন।

[৩] সোমবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে জব্বার হাইওয়ে হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার নতুন বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ সূত্র জানায়, নর্থ বেঙ্গল গামী বাস জব্বার হাইওয়ে হোটেলে থামার পর ঐ ব্যক্তি খাওয়া দাওয়া শেষ করে বিল দেওয়ার সময় ১,০০০ টাকার নোট দিলে ম্যানেজার টাকাটি ভালভাবে চেক করে দেখার পর সন্দেহ হলে সে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে জাল টাকা নিশ্চিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর তার মানি ব্যাগ তল্লাশী করে মোট ২৩ হাজার ৫শ টাকার জাল নোট জব্দ করে।

[৪] শাজাহানপুর থানার ওসি আবুল্লাহ আল মামুন জানান, তার কাছ থেকে জব্বার হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট হতে ১০০০/- টাকার ১৫ টি, ৫০০ টাকার ১৭ টি জাল নোটসহ সর্বমোট ২৩,৫০০ টাকার জাল নোট সহকারে গ্রেপ্তার করা হয়।

[৫] তিনি আরও বলেন, এর আগেও ২০২০ সালের সেপ্টেম্বরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়ও কয়েক হাজার টাকার জালনোটসহ ধরা পড়েছিল বলে জানাগেছে। তার বিরুদ্ধে "দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট"এই আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়