শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১, ০২:০৬ রাত
আপডেট : ২৬ আগস্ট, ২০২১, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবিনা শারমিন: পরী নাকি এখন গলার কাটা!

সাবিনা শারমিন: পরী নাকি এখন গলার কাটা। তার কাছে নাকি জাইঙ্গার তালিকা আছে। কয়েকদিন আগে টরন্টোর বাংলাদেশি এরিয়াতে গিয়েছিলাম। ওখানে আমার ড্রাইভিং ইন্সট্রাক্টরের সাথে একটি কাজ ছিলো। ভদ্রলোক আমার চেয়ে কম বয়সী। দেখা হলেই স্বভাবসুলভভাবে বাংলাদেশের আপডেট খবরাখবর নিয়ে কথা বলতে পছন্দ করেন। তিনি এবং তার স্ত্রী আমাকে আপন বড় বোন মনে করেন। যখন তার কাছে লেসন নিতাম, তখন মাঝে মধ্যেই ড্রাইভিংয়ের সময়-সুযোগ পেলেই একটু স্ত্রীর প্রশংসা না করে পারতেন না। একদিন বললেন, তার স্ত্রী বহু বছর কানাডা থাকার পরেও তিনি নাকি নায়িকা শাবানার চরিত্র।

তিনি বাসায় না যাওয়া পর্যন্ত নাকি স্ত্রী না খেয়ে বসে থাকেন। যাহোক, এসব বললাম লোকটির ব্যক্তিত্ব বোঝানোর জন্য। তো সেদিন তার সাথে দেখা হবার পর তিনি বললেন, ‘আপা, জানেন তো পরীমনিকে কেন সহজে ছাড়বে না’? আমি বললাম, না জানিনা তো, আপনিই বলেন। সাথে সাথে বললো, ‘বাংলাদেশের সকল বড় বড় মাথাওয়ালা হুজুরগো জাইঙ্গা পরীমনির কাছে জমা আছে। ওই জাইঙ্গার মধ্যে নাকি সবার ছবিও আছে। তাই বড় বেডারা বেবাক্কে মিল্লা বন্দুক লইয়া জাইঙ্গা উদ্ধার করতে গেসিলো। তবে তারা জাইঙ্গার তালিকা পাইসে কিন্তু ওইখানে বলে তাগো বাপেরও জাইঙ্গা পাওয়া গেসে তাই পরীমনি এখন গলার কাটা। না পারে গিলতে ,না পারে বাইর করতে। তার কথা শুনে মনে মনে একটু হাসলাম কিন্তু তাকে বুঝতে না দিয়ে প্রসঙ্গ পাল্টালাম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়