রহিদুল খান : [২] যশোরের পুলিশ গেলরাতে আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
[৩] ওইসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি চাইনিজ কুড়াল।
[৪] কোতোয়ালী থানার এসআই খান মাইদুল ইসলাম সোমবার গভীররাতে যশোর শহরের বেজপাড়া ফুড গোডাউনের পাশ থেকে আটক করেন।পুলিশ জানায়, তার দেখিয়ে দেওয়া নিজবাড়ির রান্নাঘরের মধ্যে থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক রাজের বাবার নাম মিরাজ বিশ্বাস।
[৫] কোতোয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, আটক আলী রাজ বিশ্বাস ওরফে মন্টু ওরফে হিটার রাজ শহরের বেজপাড়া এলাকার বহুল আলোচিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে সে তাদের রান্নাঘরের কয়লার বস্তার নিচ থেকে অস্ত্রগুলো বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
[৬] তার বিরুদ্ধে থানায় এর আগেও চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে তিনি জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস