শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবপুর ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

স্বপন খান: [২] মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন হাজী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার নিশ্চিত করেছেন।

[৩] নিহতরা হলেন, শিবপুরের শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী কাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। তারা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিগড় এলাকা অতিক্রম করছিল।

[৪] একই সময় মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পথচারী। হঠাৎ কাজী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে দ্রুত বেগে এসে পথচারী দুজনকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। ঘটনাস্থলেই দুজন পথচারী মৃত্যুবরণ করেন। একি গ্রামের মোহামদ আলী খার স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা (১৩) আহত হন। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়।

[৫] খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পথচারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান উদ্ধারকারীরা। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার কারে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মী, ইটাখোলা হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানার পুলিশ নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়