শিরোনাম
◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবপুর ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

স্বপন খান: [২] মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন হাজী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার নিশ্চিত করেছেন।

[৩] নিহতরা হলেন, শিবপুরের শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী কাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। তারা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিগড় এলাকা অতিক্রম করছিল।

[৪] একই সময় মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পথচারী। হঠাৎ কাজী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে দ্রুত বেগে এসে পথচারী দুজনকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। ঘটনাস্থলেই দুজন পথচারী মৃত্যুবরণ করেন। একি গ্রামের মোহামদ আলী খার স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা (১৩) আহত হন। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়।

[৫] খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পথচারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান উদ্ধারকারীরা। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার কারে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মী, ইটাখোলা হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানার পুলিশ নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়