শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২১, ০৮:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিবপুর ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

স্বপন খান: [২] মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড-সংলগ্ন হাজী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ নূর হায়দার তালুকদার নিশ্চিত করেছেন।

[৩] নিহতরা হলেন, শিবপুরের শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া আক্তার (৫৫), সৃষ্টিগড়ের আয়েত আলী কাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। তারা রাস্তা পার হচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাজী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিগড় এলাকা অতিক্রম করছিল।

[৪] একই সময় মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই পথচারী। হঠাৎ কাজী পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে দ্রুত বেগে এসে পথচারী দুজনকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। ঘটনাস্থলেই দুজন পথচারী মৃত্যুবরণ করেন। একি গ্রামের মোহামদ আলী খার স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা (১৩) আহত হন। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেয়।

[৫] খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পথচারীকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান উদ্ধারকারীরা। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার কারে নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের কর্মী, ইটাখোলা হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানার পুলিশ নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়