মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ ১৫ আগস্ট। এফডিসিতে চলচ্চিত্রের সকল সংগঠন শোক দিবসের নানা কর্মসূচি পালন করছে। সময় দুপুর ১২টা । ঠিক তখনই চোখে পড়লো এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিং চলছে। শুটিংয়ে অংশ নিয়েছেন টিভির জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। পরিচালনা করছেন অনম বিশ্বাস।
[৩] খোঁজ নিয়ে জানা গেলো, করোনা সচেতনতা বিষয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং চলছে। জাতীয় শোক দিবসে এফডিসিতে শুটিং চলছে এ নিয়ে শুরু হয় সমালোচনা। দেখা দেয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ।
[৪] এ বিষয়ে পরিচালকের কাছে জানতে চাইলে অনম বিশ্বাস দুঃখ প্রকাশ করেন। পরে শুটিং স্থগিত রাখেন। বাকীশুটিং কাল করবেন বলে তিনি জানান।
[৫] বিষয়টি শিল্পী সমিতির নজরে আসলে চলচ্চিত্র শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরাও তো অনেক চলচ্চিত্রের শুটিং করেছি। কিন্তু যেখানে পুরো জাতি জাতীয় শোক দিবস পালনে ব্যস্ত সেখানে একজন জাতীয়পুরস্কার প্রাপ্ত একজন পরিচালক কিভাবে এই দিনে শুটিং করে। অভিনেতা মোশারফ করিমের এইদিনে শুটিং করা তার মোটেও উচিত হয়নি।
[৬] জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে এফডিসির এমডিকে বিষয় অবগত করা হয়েছে।
[৭] এদিকে, অভিনেতা মোশারফ করিমের সাথে কথা বলতে গেলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কোন মন্তব্য না করে এফডিসি প্রাঙ্গন ত্যাগ করেন।